বাংলাদেশ প্রতিবেদক: পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ।
মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে ‘নবান্ন অভিযান’ শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দিবিতে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টিয়ারগ্যাসের সেল ও জলকামান ব্যবহার করেছে। তবে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট-পাথর নিক্ষেপ করেছেন।
‘নবান্ন অভিযান’ ঘিরে গতকাল থেকেই কলকাতার রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। সতর্ক অবস্থানে যায় রাজ্য প্রশাসন। পুলিশের শীর্ষ কর্তারা মনে করছেন, আজ নবান্ন অভিযানের নামে শহরজুড়ে তাণ্ডব চলতে পারে। এমন আশঙ্কায় রাজ্যের সচিবালয় ও লাগোয়া এলাকাকে কার্যত দুর্গে পরিণত করার পরিকল্পনা নেয় রাজ্য পুলিশ। ছয় হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। তাদের নেতৃত্বে রয়েছে আইজি, ডিআইজির মতো পুলিসের শীর্ষ পদাধিকারীরা।
কলকাতা পুলিশ বলছে, পশ্চিমবঙ্গের সুনাগরিকদের ক্ষোভের অপব্যবহার করে মঙ্গলবার শহরে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছেন তারা।
এদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতার রাজনীতির পারদ বেশ চড়েছে। এই অভিযানের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তৃণমূলের। তবে বিজেপির দাবি, চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকতে সবশেষ পুলিশের দ্বারস্থ হয়েছেন।