শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeআন্তর্জাতিকবাস উল্টে ২০০ মিটার গভীর খাদে, নিহত ২৫

বাস উল্টে ২০০ মিটার গভীর খাদে, নিহত ২৫

বাংলাদেশ প্রতিবেদক: ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী বাস উল্টে ২০০ মিটার গভীর খাদে পড়েছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে উত্তরাখণ্ডের রামনগরের কাছে আলমোরায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি পাউরি থেকে নৈনিতালের দিকে যাচ্ছিল। মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি।

উত্তরাখণ্ড পুলিশ জানায়, বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর নদীর ধারে এসে পড়ে বাসটি। সেটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাসটি কীভাবে উল্টে পড়ল বা চালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এখনও উদ্ধারকাজ চলমান বলে জানিয়েছে পুলিশ।

এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়া নিহতদের পরিবারকে চার লাখ রুপি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় মহকুমাশাসক সঞ্জয় কুমার জানান, বাসের ভেতরে এখনও অনেকে আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments