মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeইসলামিকএক বৈঠকে কুরআন খতম করে ফিলিস্তিনি তরুণীর রেকর্ড

এক বৈঠকে কুরআন খতম করে ফিলিস্তিনি তরুণীর রেকর্ড

বাংলাদেশ ডেস্ক: এক বৈঠকে সম্পূর্ণ কুরআনে কারিম খতম করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছেন এক তরুণী। কোনো বিরতি ছাড়াই মাত্র ১০ ঘণ্টায় কুরআন খতমের রেকর্ড গড়লেন তিনি।

রোববার গাজা আলআ’নের খবরে জানানো হয়, ওই তরুণীর নাম আনগাম আবু জাহির। বয়স মাত্র ২২ বছর। ফিলিস্তিনের গাজায় তার বসবাস।

সূত্র জানায়, তুলনামূলক স্বল্প সময়ে কুরআন খতমের পরই সেজদা দিয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান ওই তরুণী।

কুরআন খতমের পর আনগাম আবু জাহিরের কৃতজ্ঞতা স্বরূপ দেয়া ওই সেজাদার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। আরব বিশ্বসহ পৃথিবীর নানা প্রান্তের অনলাইনে সক্রিয় মুসলিমরা তাকে শুভেচ্ছা জানান।

আনগাম আবু জাহির মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান পড়েন এবং এখান থেকে নার্সিংয়ে বিএ ডিগ্রি অর্জন করেছেন। জেনারেল শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন হিফজ করেছেন তিনি।

সূত্র : মিসর আলইয়াউম

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments