বাংলাদেশ প্রতিবেদক: লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনি, জিকির ও তাবলীগের দেশী-বিদেশী মুরুব্বিদের বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
শনিবার ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকালে আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এছাড়া আলাদাভাবে খিত্তা ও নিবাসের ভেতরে বোবা- বধিরদের জন্য বয়ান করেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশী জামাতের উদ্দেশে ইংরেজিতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান।
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
লা-ইলাহা ইল্লাল্লাহু- ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা হাফেজ জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চার দিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০ জানুয়ারি।
বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বাংলাদেশের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম বয়ান করেন। তার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ জুমা ইজতেমায় বয়ান করেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা হাফেজ জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক বয়ান করেন।