শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআইন-আদালতঢাকা বারে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

ঢাকা বারে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

সদরুল আইন: ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। নির্বাচনে সাদা প্যানেল সভাপতি ও সম্পাদকীয় ১২ পদের মধ্য ৯টিতে এবং কার্য নির্বাহী ১৫টি সদস্যের মধ্য ৯টি জয় লাভ করেছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ এই নির্বাচনের ভোট হয়। শুক্রবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল।

সাদা প্যানেলের বিজয়ীরা হলেন— সভাপতি গাজী শাহ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান রচি, সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর হোসেন দুলাল,

ট্রেজারার পদে আব্দুল জলিল আফরাদ

(কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দপ্তর সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক পদে মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে হুমায়ুন খন্দকার।

বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের বিজয়ীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী।

এ ছাড়া সাদা প্যানেল থেকে বিজয়ী সদস্যরা হলেন: আয়েশা বিনতে আলী, এএইচএম শফিকুল ইসলাম মোল্লা সোহাগ, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. ইব্রাহিম হোসেন, মো. জুয়েল শিকদার, মো. মাসুম মিয়া, সৌরভ হোসেন, তানভীর আহমেদ সজিব ও তুষার ঘোষ।

সদস্য পদে নীল প্যানেলের বিজয়ীরা হলেন:

শাহীন সুলতানা খুকি, কাজী রাওশান দিল আফরোজ, এমআর রাসেল, মো. ইব্রাহিম খলিল, মো. মেহেদী হাসান জুয়েল ও মোছা. ফারহানা আক্তার লুবনা।

দুই দিনব্যাপী ভোটগ্রহণে এবার ১৭ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্য ৯ হাজার ৩৬৪ জন ভোট দিয়েছেন।

গত বছরের ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল জয়লাভ করে।

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয়লাভ করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments