শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeআইন-আদালতগণধর্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি হাইকোর্টে খালাস

গণধর্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি হাইকোর্টে খালাস

বাংলাদেশ প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা এলাকায় একটি গণধর্ষণ মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামিই হাইকোর্টে খালাস পেয়েছেন।সোমবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

খালাস পাওয়া আসামিরা হলেন- শামীম, ভিকন, টিকন, তাপস ও রুপ মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাম্মেল হক রানা জানান, সাক্ষ্য প্রমাণে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ও মেডিকেল রিপোর্ট ভিকটিমের পক্ষে না থাকায় হাইকোট আসামিদের সবাইকে খালাস দেন।

এ মামলায় ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নেত্রকোনার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি শামীম, ভিকন, টিকন, তাপস ও রুপ মিয়াকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। সেই আপিলের শুনানি শেষে হাইকোর্ট সব আসামিকে খালাস দিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments