বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeআইন-আদালতমিনু ও বুলবুলসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মিনু ও বুলবুলসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহীতে মিনু ও বুলবুলসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৩১ মার্চ) দুপুর ১টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

মামলার আসামিরা হলেন- বিএনপির দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন।

গত ২ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ৭৫-এর হত্যাকাণ্ড সম্পর্কে কটূক্তি করায় ১৬ মার্চ বাদী হয়ে আদালতে মামলা উপস্থাপন করেন নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী মুসব্বিরুল ইসলাম। মামলাটি আমলে নিয়ে তদন্ত করার নির্দেশ দেন আদালতের বিচারক।

এর আগে গত ৯ মার্চ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিলের কাছে অনুমোদনের জন্য মামলার বাদী নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মুসব্বিরুল ইসলাম অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, চলতি মাসের ২ তারিখে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে আসামিরা। অভিযোগে অপরাধ হিসেবে ১২৩(ক), ১২৪ (ক) ও (৩৪) দণ্ডবিধি উল্লেখ করা হয়েছে।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলে আদালতে মামলাটি জমা দেন তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments