বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সাত খুনের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনকে চাঁদাবাজির একটি মামলায় খালাস দিয়েছে আদালত। একই মামলার নুর হোসেনের ভাই ভাতিজাসহ আটজন খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ রায় দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ সাবিনা ইয়াসমিন।
রায় ঘোষণার আগে নুর হোসেনকে কাশিমপুর কারগার থেকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের এডিশনাল পিপি জাসমিন আহমদ।
তিনি জানান, ২০০৪ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটা চাঁদাবাজির মামলায় নুর হোসেনসহ আটজনকে খালাস দিয়েছে আদালত। এর মধ্যে নুর হোসেনের ভাই ভাতিজা রয়েছে। তারাও খালাস পেয়েছেন।
তিনি আরো জানান, একই দিন নুর হোসেনের বিরুদ্ধে আরো তিনটি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে একটির যুক্তিতর্ক শেষ হয়েছে। বাকি দুটির সাক্ষী না আসায় পরের তারিখ নির্ধারণ করা হয়েছে।