বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই আসামীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার এজাহারভুক্ত ১নং আসামী মেহেদী হাসান টুকু (৩৭) কে ৭ বছরের কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড এবং ২নং আসামী কামাল হোসেন(৩৫) কে ৫ বছরের করাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ ২৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে শাহজাদপুর যুগ্ম দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মামুন অর- রশিদ এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত মেহেদী হাসান টুকু পাবনার সাঁথিয়া উপজেলার হাড়িয়া মধ্যপাড়ার আলী আকবর সর্দারের ছেলে এবং কামাল হোসেন শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড়ার জয়নাল আবেদীনের ছেলে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি আহসান হাবিব সোহেল এ তথ্য নিশ্চিত করে জানান, আদালতে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামীকে বিজ্ঞ আদালত ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন।
সূত্র মতে , রাষ্ট্র পক্ষের ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ মামলায় রায় প্রকাশের জন্য দিন ধার্য করে আদালত। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে হাজির ছিলেন। দন্ডপ্রাপ্ত দুই আসামীকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানে হয়েছে।
মামলার বিবরনে জানা গেছে , ২০১৫ সালের ২৪ আগস্ট শাহজাদপুর পৌরএলাকার দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার ষ্টেশনের অদুরে মেহেদী হাসান টুকুকে ১০০ পিচ ইয়াবা ও কামাল হোসেনকে ৬০ পিচ ইয়াবাসহ আটক করেছিলো র্যাব ১২ সিরাজগঞ্জের সদস্যরা। এ ঘটনায় র্যাব বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।