বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসাহিত্যকবি আল মাহমুদ স্মরণে নাগরিক শোক সভা মঙ্গলবার

কবি আল মাহমুদ স্মরণে নাগরিক শোক সভা মঙ্গলবার

কাগজ প্রতিবেদক: বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদ স্মরণে মঙ্গলবার নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে রাজধানীতে। বিকেল চারটায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই নাগরিক শোকসভার আয়োজন করেছে কবি আল মাহমুদ পরিষদ। শোকসভায় দেশের স্বনামধন্য লেখক, কবি, সাহিত্যিক ও বিভিন্ন স্তরের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। কবি আল মাহমুদ পরিষদের আহবায়ক কবি আসাদ চৌধুরী নাগরিক শোকসভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

এদিকে পরিষদের প্রধান সমন্বয়ক কবি জাকির আবু জাফর জানিয়েছেন, ইতোমধ্যেই কবি আল মাহমুদ পরিষদের পক্ষ থেকে শোক সভার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় জাদুঘরের দ্বিতীয় তলায় প্রধান মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করে বাংলা সাহিত্যের এই শীর্ষস্থানীয় কবি। ৮৩ বছর বয়সী এই ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments