তুমি নারী নও
তুমি প্রেয়সী হতে
‘আমেনা ফাহিম’
মনে মনে কতদূর এগিয়েছি
যদি তুমি জানতে!
তবে তুমি মেঘ নও…. বর্ষা হতে
আষাঢ় নও….. তুমি শ্রাবন হতে
কখনও কি আকাশ দেখেছো?
মনে মনে কতদূর এগিয়েছি
যদি তুমি জানতে!
আমার উঠন জোঁড়া জোছনা
আমার বকুল তলার সৌরভ
তুলসি তলার প্রদিপ
ঘাসের বুকে জমে থাকা শিশির
শুধু তোমার হতো
তোমার স্পর্শ পেতো
তুমি কবিতা নও…তুমি গল্প হতে
কখনও কি স্বপ্ন দেখেছো?
মনে মনে কতদূর এগিয়েছি
যদি তুমি জানতে!
আমার হৃদয়ের সব কবিতা হতো ছন্দ
নিত্য ঝরে পরত হৃদয়ের রাগ অনুরাগ
তোমার প্রার্থনার দুয়ারে প্রতিক্ষণ
দাড়িয়ে থাকতো আমার মরন
তুমি নারী নও …তুমি প্রেয়সী হতে
কখনও কি ভালোবেসেছ?