মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeরাজনীতিসবার অধিকার আছে রাস্তায় প্রতিবাদ করার: মির্জা ফখরুল

সবার অধিকার আছে রাস্তায় প্রতিবাদ করার: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লাঠিচার্জ বা অত্যাচার-নির্যাতন করা সম্পূর্ণভাবে শাসনতন্ত্র বিরোধী ব্যাপার। সবার অধিকার আছে রাস্তায় প্রতিবাদ করার। আমরা নীতিগতভাবে এধরণের নির্যাতনের বিরোধী।

তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি আরো বলেন, খাদ্যমন্ত্রী একজন বড় ব্যবসায়ী। তিনি নিজেই ব্যবসা করেন। পেঁয়াজের দাম কমবে কোথা থেকে, দেশে সুশাসন নেই বলে দেশে অন্যায়-অত্যাচার বেড়েই চলেছে।

তিনি বলেন, বিনা ভোটের সরকারে বাজার নিয়ন্ত্রণে নেই। দেশে পেঁয়াজের দাম হু হু করে বেড়েই চলেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। সেদিকে সরকারের দৃষ্টি নেই। বিনা ভোটের সরকার জনগণের দুর্দশায় পাশে থাকার কথা বললেও তা হচ্ছে উল্টো।

মির্জা ফখরুল বলেন, প্রশাসনকে ব্যবহার করে বিএনপির উপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সরকারের বিরুদ্ধে কথা বলেই হামলা মামলার শিকার হতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। ক্ষমতাসীন দলের নেতারা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। তাদের কোনো মামলা বা পুলিশি হয়রানির শিকার হতে হয় না।

মির্জা ফখরুল আজ ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকা ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন। এর আগে গতকাল তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁও যান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments