শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসাহিত্যকবিতাহৃদয়ের প্রাণ: আদিত্য রহমান

হৃদয়ের প্রাণ: আদিত্য রহমান

হৃদয়ের প্রাণ
আদিত্য রহমান

আমাকে মাঝেমধ্যে তোমার কাছে যেতে হয়
তোমার সাথে খোশগল্পে মজে যেতে।
আমি যেখানে যায় তোমাকে সাথে করি
কেননা তুমি আমার সত্তারই এক অংশ।
মস্তিষ্কের প্রতি নিউরন সদা তোমাকে ভাবে
হৃদয়ের কোনায় কোনায় তোমার অস্তিত্ব।
তুমি আমাকে তীব্র গতিতে কাছে টেনে নাও
চুম্বক যেভাবে লোহাকে কাছে টানে ।
আত্মা ছাড়া দেহ যেমন দুর্গন্ধময় জড়বস্তু
তুমি ছাড়া আমি অনুভূতিহীন একখণ্ড পাথর।
যদি ওপারে যাত্রা কর সাথে নিও আমাকে
জান্নাতের বাগানে সুখের ঘর বাঁধবো।
শত বাঁধা পেরিয়ে তুমি হাত বাড়িয়ে দাও
আমি তোমায় নিয়ে বহুদূর যেতে চাই।
তোমার আমার হাতে থাকবে দুটি তসবিহ
হেঁটে হেঁটে দু’জন পৃথিবীর আত্মা মুগ্ধ করব।
এক নির্ঘুম নিশীথে তুমি প্রিয় কাছে এস
মাথায় হাত রেখে সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব।
আমি যদি কখনও তোমায় ভুলে যায় ভেব
তবে জেন এ হৃদয় কোনদিন ভুলে যাবেনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES

  “বাঁচার রসদ “

শরৎ সন্ধ্যা

- Advertisment -

Most Popular

Recent Comments