রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসাহিত্যকবিতাবিষন্ন বিদায় : আকিব শিকদার

বিষন্ন বিদায় : আকিব শিকদার

বিষন্ন বিদায়
আকিব শিকদার

লাল বাত্তিটা নিভে জ্বললো সবুজ। মাইকে মেয়েলি কণ্ঠ জানালো
রেলগাড়ি যাবে বহুদূর। স্টেশনমাস্টারের সহকারী
কলাপাতা রং পতাকাটা নাড়ছেন; লম্বা হুইসেল শেষে
গড়-গড়-গড় ঘুরছে লোহার চাকা।
জানালায় মেয়েটার বিষন্ন মুখ। বুকের ভাঁজে
জমাটবাঁধা দীর্ঘশ্বাস; চোখ অপলক; হাতের আঙুল কাঁপছে।
ছেলেটা দাঁড়িয়েছে প্লাটফর্মে। মুখে কৃত্রিম হাসি, মনে
বেদনার দুর্দান্ত দহন।
হৃৎপি-ে আমের আটি নিংড়ানো ব্যাকুলতা, যেন সাড়াশি দিয়ে
উপরে নিচ্ছে কেউ আত্মাটা।
ছেলেটা দিলো না বিদায়সূচক হাত ইশারা। মাথা নত করে নিলো
কী এক অজ্ঞাত অপরাধবোধে।
মেয়েটার চোখ ফেটে এলো জল, গাল বেয়ে
ঝরলো কোলের উপর রাখা পুস্তকে। সে রইলো আকাশে তাকিয়ে।
প্লাটফর্মের কোলাহল কমিয়ে ট্রেন ছুটছে, ঘুরছে
লোহার চাকা ঝক-ঝক-ঝক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments