শিরোনামহীন – ৭৬ 
।। গোলাম কবির।।

জানালা গলে ঢুকে পড়া জ্যোৎস্নার স্নিগ্ধতা চেটেপুটে খাই,
একাকি রাতের নির্জনতায়
তোমায় স্মরণের মূহুর্ত গুলো
বারবার ফিরে আসে
বন্ধ অশ্রুসিক্ত চোখের মনিকোঠায়,
আগরের ঘ্রাণময় ভালবাসার সৌরভে
মাতাল এই রাত যেনো
কভু না হয় শেষ।
আবার কখন আসবে রাত,
সমস্ত পৃথিবী ঘুমিয়ে থাকবে আর
কথা হবে তোমাতে আমাতে,
থাকবে না কোনো কাঁটাতারের বেড়া,
আমাদের ভালবাসার এই দীর্ঘ রাত
আর হবে না শেষ,
এমনি ভাবেই যেনো
একদিন যেতে পারি তোমার কাছে
মহামিলনের সেই দিনে।

Previous articleদীর্ঘ এক যুগ পরে কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন
Next articleকমলগঞ্জে মাটি কাটা ও অবৈধভাবে বালু তোলায় দুজনকে ১৫ দিনের কারাদণ্ড
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।