শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়সারাদেশে ৩০৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা : ইসি সচিব

সারাদেশে ৩০৫৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা : ইসি সচিব

আজকের কাগজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০৫৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে অনলাইনে জমা দিয়েছেন ৩৯। এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা করেছিলন নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের রির্টানিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। দিন শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হেলালু্দ্দীন আহমদ প্রেস বিফ্রিং এ মনোনয়নপত্র জমার হিসাব জানান।
জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, বরিশাল বিভাগে ১৮২টি, ময়মনসিংহ বিভাগে ২৩৬টি, ঢাকা বিভাগে ৭০৮টি, সিলেট বিভাগে ১৭৭টি এবং চট্রগ্রাম বিভাগে ৬৮৮টি ।

একক আসন হিসেবে সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পরে ঢাকা-৮ আসনে, মোট ২২টি। আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পরে মাগুরায় মাত্র ৪টি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বচনে অংশ নিতে হলে আজ বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে নির্দেশ দেয়া হয়।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের জন্য আগামী ২ ডিসেম্বর মনোনয়ন বাছাই, এবং ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments