শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলানা রনি পেয়েছেন ধানের শীষ

পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলানা রনি পেয়েছেন ধানের শীষ

পটুয়াখালী প্রতিনিধি: আজ সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪টি আসনের ২০ প্রার্থীর প্রতীক ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এদিকে ২৩ জনের মনোনয়ন বৈধ করা হলেও প্রতীক ঘোষণায় বাদ পরলেন ৩ প্রার্থী। দলীয় চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় তাদেরকে প্রতীক দেয়া হয়নি।

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের শাহজাহান মিয়া নৌকা, বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ, কমিউনিস্ট পার্টির মোতালেব মোল্লা কাস্তে, ইসলামি আন্দোলনের আলতাফুর রহমানের হাতপাখা, জাকের পার্টির আবদুর রশিদের গোলাপ ফুল ও এনপিপির সুমন সন্যামতকে আম প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগের আ স ম ফিরোজ নেীকা, বিএনপির সালমা আলমের ধানের শীষ, ইসলামি আন্দোলনের নজরুল ইসলামের হাতপাখা, কমিউনিস্ট পার্টির সাহাবুদ্দিন আহমেদকে কাস্তে প্রতীক দেয়া হয়েছে।

পটুয়াখালী-৩ আসনে বিএনপির গোলাম মাওলানা রনিকে ধানের শীষ, আওয়ামী লীগের এস এম শাহজাদা সাজুকে নৌকা, জাতীয় পার্টির সাইফুল ইসলাম লাঙ্গল, ইসলামি আন্দোলনের কামাল খানকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পটুয়াখালী-৪ আসেন আওয়ামী লীগের মুহিবুর রহমান মুহিবকে নৌকা, বিএনপির এবিএম মোশাররফ হোসেনকে ধানের শীষ, ইসলামি আন্দোলনের হাবিবুর রহমান হাওলাদারের হাতপাখা, জাতীয় পার্টির আনোয়ার হোসেন হাওলাদার লাঙ্গল, বাসদের জহিরুল আলম মই ও ইসলামি ঐক্যজোটের আব্দুর রহমানকে (শাহআলম) মিনার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments