শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন: ড. কামাল হোসেন

সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন: ড. কামাল হোসেন

কাগজ প্রতিবেদক: সরকারের উদ্দেশে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘সাহস থাকলে পুলিশ দিয়ে আমাকে গ্রেফতার করুন’। তিনি বলেন, উচিত কথা বলছি, ধরে নিয়ে যান আমাকে। আপনার পুলিশের সামনে আমি এ কথা বলছি। খুব সাহসী আপনারা, ধরেন আমাকে। বিরোধী নেতা-কর্মীদের দমনে পুলিশকে অপব্যবহার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এর জন্য ক্ষমতাসীনদের শাস্তি পেতে হবে, এখানে কোনোভাবে পার পেলেও পরকালে তা হবে না। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এসব কথা বলেন। ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন (বিএইচআরএফ)। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহসহ আরও অনেকে বক্তব্য দেন। সরকারের উদ্দেশে কামাল বলেন, আজকে আপনাকে সাহায্য করার জন্য বলে দিচ্ছি, এখনই পুলিশকে এসব কাজ থেকে বিরত থাকতে বলেন। এই যে রাস্তায় পুলিশ ধরছে, আমি অবাক হচ্ছি এরা কোন আইনের বলে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এভাবে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা পুলিশের নেই। এ ধরনের শাসন জীবনে কখনো দেখেননি মন্তব্য করে কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তথাকথিত নির্বাচনে আপনারা যদি ৩০০ সিট চান, তাহলে বলেন আমরা দিয়ে দিই! আপনারা আরও পাঁচ বছর থাকবেন এটা তো বলেই যাচ্ছেন। এভাবে চাওয়ার থেকে আমাদের কাছে বলে নিয়ে যান। বলেন যে, আরও পাঁচ বছর থাকি, আপনারা হাত তুলে মেনে নেন। নির্বাচন কমিশনকে তার ‘গুরুদায়িত্ব’ পালনের আহ্বান জানিয়ে ঐক্যফ্র্রন্ট নেতা বলেন, ‘সব ক্ষমতা আপনাদের। জনগণের ভোটের অধিকার আপনাদের রক্ষা করতে হবে। এটা আপনাদের সাংবিধানিক দায়িত্ব। সরকার যদি কোনো সংবিধান পরিপন্থী কাজ করে, এর থেকে বিরত রাখার ব্যবস্থা করুন। সরকারকে আদেশ দেন, বলেন পুলিশ সরান। নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করলে ভালো নির্বাচন হবে, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments