বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়১৬ প্রাণ নিয়ে শেষ হলো ভোট, ফলের অপেক্ষা

১৬ প্রাণ নিয়ে শেষ হলো ভোট, ফলের অপেক্ষা

কাগজ প্রতিবেদক: সারা দেশে ১৬ জনের প্রাণহানি, অনেক প্রার্থীর মাঝপথে ভোটের মাঠ থেকে সরে যাওয়া, হামলা, এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়ম আর অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ২৯৯ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটপর্ব।

আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একযোগে দেশের ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার ৪০ হাজার ১৮৩টি নির্বাচনী কেন্দ্রে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে ভোট গ্রহণ করা হবে ২৭ জানুয়ারি।

যদিও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, দু-একটি স্থানে ‘বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ঘটনা’ ছাড়া সারা দেশে সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিপরীতে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আর ২০ দলীয় জোটের পক্ষ থেকে ভোট শুরুর পর থেকেই এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ছিল।

এখন শুধু ফলের অপেক্ষা। যে দল বা জোটই জিতুক, তারা আগামী পাঁচ বছর দেশ শাসন করবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments