শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ মিনাক্ষী গাঙ্গুলির

নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ মিনাক্ষী গাঙ্গুলির

কাগজ ডেস্ক: বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি।
এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। এতে তিনি লিখেছেন, ভোটারদের ভীতি প্রদর্শনের ভয়াবহ অভিযোগ, ভোটকেন্দ্রে বিরোধীদের এজেন্ট দেয়ায় বিধিনিষেধ ও বিপুল সংখ্যক প্রার্থীর পুনঃনির্বাচনের দাবি উঠেছে। এসব মিলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ওদিকে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।
তিনিও রি-টুইটে বলেছেন, অবশ্যই এ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ রয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতায় দুর্বলতা রয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments