শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়নির্বাচনী ফলাফল নিয়ে যা বলেছে বিশ্ব গণমাধ্যম

নির্বাচনী ফলাফল নিয়ে যা বলেছে বিশ্ব গণমাধ্যম

কাগজ ডেস্ক: বিশ্ব গণমাধ্যমের নানান সংবাদে উঠে এসেছে গতকাল রোববার অনুষ্ঠিত বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের বিশাল ব্যবধানে বিজয়, সহিংসতা এবং ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জনের সংবাদ। বিশ্বের নেতৃত্বস্থানীয় গণমাধ্যগুলো শেখ হাসিনার রেকর্ড ৪ বার প্রধানমন্ত্রী হবার সংবাদের সঙ্গে সঙ্গে সহিংসতায় একাধিক তাজা প্রাণ ঝড়ে যাবার কথা তুলে ধরেছে।
অর্থনীতি বিষয়ক প্রভাবশালী দৈনিক ফাইনানশিয়াল টাইমস শিরোনামে বলেছে, বাংলাদেশে জালিয়াতির অভিযোগের মধ্যে নির্বাচনে বিজয়ী ক্ষমতাশীন দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট প্রদানের ছবি দিয়ে ফরাসী সংবাদ সংস্থা এফপির শিরোনাম, বাংলাদেশের নির্বাচনের আগাম ফলাফলে শেখ হাসিনার বিশাল জয়। নির্বাচনের ফলাফল প্রকাশ করে সিএনএন এর শিরোনাম, বাংলাদেশে নির্বাচন সহিংসতায় পরিণত হয়ে অন্তত ১৫ জন নিহত।
ব্রিটিশ সরকারি গণমাধ্যম গুরুত্ব দিয়েছে ঐক্যফ্রন্টের ফলাফল বর্জনের আহ্বানকে। তাদের শিরোনাম, নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের বিরোধী দল। আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের কথাতেও একই সুর। গার্ডিয়ান বলছে, ‘প্রহসনের নির্বাচন’ প্রত্যাখান করে নতুন ভোট দাবি বাংলাদেশের বিরোধী দলের।
ভারতের অত্যন্ত প্রভাবশালী জি মিডিয়ার সংবাদমাধ্যম ইয়ন বলছে, বাংলাদেশ নির্বাচন: প্রধানমন্ত্রী হাসিনা রেকর্ড চতুর্থ দফা জয়ের পথে; বিরোধী দলের নির্বাচন প্রত্যাখান, নতুন ভোট দাবি। ভারতের অত্যন্ত প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর শিরোনাম, বাংলাদেশের রক্তক্ষয়ী নির্বাচনে শেখ হাসিনার ভূমিধ্বস জয়।
চ্যানেল নিউজ এশিয়া বলছে, নির্বাচনে জালিয়াতির অভিযোগে বহু বিরোধীদলীয় প্রার্থীর নির্বাচন বর্জন। আল জাজিরার শিরোনাম, বিরোধীদলের প্রত্যাখাত নির্বাচনে হাসিনার জয়। আর রয়টার্সের শিরোনাম, জালিয়াতির অভিযোগে বিরোধী দলের প্রত্যাখানের পর বাংলাদেশী প্রধানমন্ত্রীর বিশাল জয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments