শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়কাল সকাল ১১টায় শপথ নিচ্ছেন নবনির্বাচিত সাংসদরা

কাল সকাল ১১টায় শপথ নিচ্ছেন নবনির্বাচিত সাংসদরা

সদরুল আইন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহন করবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায়। নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে।

আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।

সচিব সাংবাদিকদের বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে।

সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে অনুচ্ছেদ ১৪৮ (২) ধারা বলে শপথের বাধ্যবাধকতা রয়েছে।

এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন [অনুচ্ছেদ ৭২ (২) ধারা] বসার বিধান রয়েছে।

তাই বেসরকারি ফল প্রকাশের পরই নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে সংসদ সচিবালয়।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে ২৮৮টি আসনে জয়লাভ করে।

আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন।

বিএনপি এককভাবে পেয়েছে ৫টি আসন। নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments