শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়স্বাস্থ্যখাতে চিকিৎসকদের নৈতিক অবক্ষয় চরমে: দুদক

স্বাস্থ্যখাতে চিকিৎসকদের নৈতিক অবক্ষয় চরমে: দুদক

কাগজ প্রতিবেদক: দেশের আটটি জেলার ১০টি সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায়। তবে উপজেলা পর্যায়ে এ হার সবেচেয়ে বেশি দেখা গেছে। প্রায় ৬২ শতাংশ চিকিৎসকই কর্মস্থলে ছিলেন না।

সোমবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযানের পর দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে ব্রিফিং করে এ কথা জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

তিনি জানান, ঢাকাসহ আট জেলার ১০টি সরকারি হাসপাতালে দুদক একযোগে অভিযান চালিয়েছে। এই হাসপাতালগুলোয় ২৩০ ডাক্তারের মধ্যে ৯২ জনই অনুপস্থিত ছিলেন, যা হিসেবে ৪০ শতাংশ। ঢাকার বাইরে যে সাত জেলায় আটটি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, সেখানে ১৩১ চিকিৎসকের মধ্যে ৮১ জনই অনুপস্থিত ছিলেন, যা হিসেবে প্রায় ৬২ শতাংশ।

যেসব হাসপাতালে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো-ঢাকার ফুলবাড়িয়ার কর্মচারী কল্যাণ হাসপাতাল, নাজিরা বাজারের মা ও শিশু সদন, রংপুরের পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , দিনাজপুর সদর হাসপাতাল, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,পাবনা সদর হাসপাতাল ও আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এছাড়া, ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে অবৈধ আর্থিক লেনদেনের সময় আবুমুসা ভূঁইয়া নামে এক স্ট্রেচারকর্মীকে হাতেনাতে গ্রেফতার করে দুদক। তাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে।

যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে দুদক ডিজি মুনীর চৌধুরী বলেন, সোমবারের অভিযানে যাদের সংশ্লিষ্ট হাসপাতালে পাওয়া যায়নি, তাদের চিঠি দেবে দুদক।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে চিকিৎসকদের নৈতিক অবক্ষয় চরম রূপ নিয়েছে। আপাতত কাউকে গ্রেফতার না করা হলেও পরবর্তী সময়ে এমন হলে গ্রেফতার করা হবে এবং তাদের চাকরিও চলে যেতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments