শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়ডিএনসিসি ও কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

ডিএনসিসি ও কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

কাগজ প্রতিবেদক: আনিসুল হকের মৃত্যুর পর শুন্য থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একইদিন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৪৩তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। বৈঠকের পর ইসি সচিব হেলালুদ্দিন আহমদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সৈয়দ আশরাফের শূন্য আসনটির নির্বাচন নিয়ে গত ১৪ জানুয়ারিও কমিশন বৈঠক হয়েছিলো। কিন্তু সেদিন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।
গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। আর বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেয়র আনিসুল হক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments