শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাতথ্য ফাঁসের অভিযোগে দুদক পরিচালক ফজলুল হক বরখাস্ত

তথ্য ফাঁসের অভিযোগে দুদক পরিচালক ফজলুল হক বরখাস্ত

কাগজ প্রতিবেদক: আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ ও অনুসন্ধানের তথ্য ফাঁস করার অভিযোগে দুদকের পরিচালক ফজলুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি এ তথ্য নিশ্চিত করেছেন। ফজলুল হক সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয় কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুদক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাময়িক বরখাস্ত হওয়া দুদকের পরিচালক ফজলুল হক সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘খারাপ কাজ করলে তো বহিষ্কার হবেই। সে তো সদ্য পদোন্নতি পেয়েছে, তারপরও তাকে মাফ করা হয়নি। যারাই আমাদের নজরে আসবে, তাদেরকে বহিষ্কার করা হবে।’
দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কোন তালিকা করছেন কিনা এমন প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘কোনও তালিকা করছি না। তবে যাদের চলমান কাজের মধ্যে গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments