বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়রোহিঙ্গা শিশুদের ধর্ষণের পর আগুনে নিক্ষেপ করা হয়েছে: জাতিসংঘ

রোহিঙ্গা শিশুদের ধর্ষণের পর আগুনে নিক্ষেপ করা হয়েছে: জাতিসংঘ

কাগজ প্রতিবেদক: জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্য রাধিকা কুমারাস্বামী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম শিশুদের ধর্ষণের পর আগুনে নিক্ষেপ করার মতো বর্বরোচিত নির্যাতনের ঘটনা ঘটেছে।
আনাদোলু সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, মিয়ানমারের রাখাইনে প্রথমে রোহিঙ্গা যুবকদের হত্যা করা হয়।
এর পর রোহিঙ্গা নারী ও কন্যাদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হয়। বড় বড় ভবনে ও আটককেন্দ্রে এসব পরিকল্পিত অপরাধ চালানো হয়।
এ ছাড়া রোহিঙ্গা শিশুদের বাবা-মা থেকে পৃথক করা হয়। এমনকি কখনও কখনও তাদের আগুনে ছুড়েও ফেলা হয়, বলেন তিনি।
রাধিকা বলেন, আমরা মিয়ানমারের ছয়জন জেনারেলকে চিহ্নিত করেছি, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে তদন্ত চালাতেই হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তাদের স্বাভাবিক ও স্থিতিশীল জীবন নিশ্চিত করতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments