বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়বিতর্কিত নির্বাচন জনগণকে ভোটের প্রতি আগ্রহ কমিয়েছে: ড. বদিউল

বিতর্কিত নির্বাচন জনগণকে ভোটের প্রতি আগ্রহ কমিয়েছে: ড. বদিউল

কাগজ প্রতিবেদক: গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটে আগ্রহ কমেছে। ভোট নিয়ে মানুষের মধ্যে চরম অনাগ্রহ ও অনাস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার (০২ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রীয় সংস্থাগুলো দলীয়করণ ও পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে কার্যকারিতা হারিয়েছে বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সুজন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক ইয়াজদানী কোরায়শীর সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুজন সমন্বয়ক দিলীপ কুমার সরকার, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক শওকত আলী, কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments