শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার: প্রধানমন্ত্রী

যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার: প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক: সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে, যত্রতত্র মেডিকেল কলেজ গড়ে তুললে তাতে অনুমোদন দেবে না সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে প্রথম জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নার্সিং শিক্ষাকে গুরুত্ব দেয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কর্মপরিবেশের যেসব সীমাবদ্ধতা আছে তা ক্রমশ দূর করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে যাতে চিকিৎসা সেবা পৌঁছানো যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। যত্রতত্র মেডিকেল কলেজের অনুমোদন দেবে না সরকার।
স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার সম্পর্কে জনগণকে সচেতন ও উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো, জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ।
অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের হাতে গাড়ির চাবি হস্তান্তরের পাশাপাশি অ্যাম্বুলেন্স বিতরণ করেন শেখ হাসিনা। স্বাস্থ্য খাতের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রাও অর্জন করবে বাংলাদেশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments