বুধবার, মে ৮, ২০২৪
Homeজাতীয়পায়রা বন্দরে বিনিয়োগ করতে আমিরাতের আগ্রহ প্রকাশ

পায়রা বন্দরে বিনিয়োগ করতে আমিরাতের আগ্রহ প্রকাশ

কাগজ প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের সফররত খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল মেহেরী জাতীয় সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে এবং সেখানে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা নিজেদের পছন্দে বিনিয়োগ করতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কৃষি গবেষণায় বিশেষ গুরুত্বারোপ করায় কৃষিতে সাফল্য এসেছে এবং এখন বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
সাক্ষাতকালে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী মরিয়ম বাংলাদেশের পায়রা বন্দরকে গভীর সমুদ্রবন্দরে রূপান্তরিত করতে সেখানে বিনিয়োগে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীকন্যা সায়মা হোসেন পুতুল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments