শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়গুরুত্বপূর্ণ অনলাইনগুলোকে সহসাই নিবন্ধন: তথ্যমন্ত্রী

গুরুত্বপূর্ণ অনলাইনগুলোকে সহসাই নিবন্ধন: তথ্যমন্ত্রী

কাগজ প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যে অনলাইনগুলো সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেগুলোকে সহসাই নিবন্ধন দেওয়া হবে।’
আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান মন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আন এডিটেড প্ল্যাটফর্ম। ফলে এখানে যেসব সংবাদ প্রকাশিত হয়, এসব সংবাদ অনেক সময় অস্থিরতা তৈরি করে, সামাজিক বন্ধন নষ্ট করে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে। সংবাদপত্রগুলো এডিটিং প্ল্যাটফর্ম বলে সেখানে ভুল কম হয়। এ কারণে সাংবাদিকদের উচিত হবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করা।’
তিনি আরও জানান, গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের মনিটরিং চলছে। আগামী ১ আগস্ট মনিটরিং কমিটির উচ্চপর্যায়ের বৈঠক আছে।
তথ্যমন্ত্রী জানান, ‘অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে যে জটিলতা ছিল, তা কেটে গেছে। ইতোমধ্যে স্থায়ীভাবে প্রধান তথ্য কর্মকর্তা যোগদান করেছেন। নিয়মিত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নবায়নের ক্ষেত্রে কোনও জটিলতা হবে না।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments