বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়প্রকল্পগুলো খেয়ে ফেলা ‘উইপোকা’ ধরার ব্যবস্থা নিয়েছি: প্রধানমন্ত্রী

প্রকল্পগুলো খেয়ে ফেলা ‘উইপোকা’ ধরার ব্যবস্থা নিয়েছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: উন্নয়ন প্রকল্পগুলো সেসব ‘উইপোকা’ খেয়ে ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ এবং বাস্তবায়ন করার সময় আমরা মাঝে মাঝে দেখি যে উইপোকা খেয়ে ফেলে। এখন এই উইপোকাগুলো ধরা এবং তাদের বিনাশ করা এবং জনগণের কষ্টার্জিত টাকা যেন সঠিকভাবে ব্যবহার হয়, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’
দুর্নীতি ও দুঃশাসনে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আমরা অব্যাহত রাখবো। সে যে-ই হোক না কেন এখানে দল-মত-আত্মীয়-পরিবার বলে কিছু নেই। যারা এসবে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’
স্যাটেলাইট চ্যানেলগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘সরকারের সমালোচনায় কোনো আপত্তি নেই, তবে মিথ্যা সংবাদ প্রচার বা অপপ্রচার না করতে দেশের স্যাটেলাইট চ্যানেল সংশ্লিষ্টদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘যা দেশের ভেতরে, মানুষের ভেতরে সন্দেহ বা সংঘাত সৃষ্টি করে সেটা যেন না হয়। সেদিকে আপনাদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা অনুরোধ জানাচ্ছি, গত ১০ বছরে দেশের জন্য কিছু কাজ তো করেছি সেটা তো অস্বীকার করতে পারবেন না। সেটা প্রচার করবেন সেটাও আমরা চাই।’
এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও জানান শেখ হাসিনা। সুদূরপ্রসারী পরিকল্পনা দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুবিধা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় তাও নিশ্চিত করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments