শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়বিসিবিতে পরিবর্তন হবে কি না প্রধানমন্ত্রী জানেন: কাদের

বিসিবিতে পরিবর্তন হবে কি না প্রধানমন্ত্রী জানেন: কাদের

বাংলাদেশ প্রতিবেদক: ক্রিকেটারদের আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে কারো অশুভ উদ্দেশ্য আছে কি না দেখা হচ্ছে। তবে দেরিতে হলেও ক্রিকেটারদের দাবি নিয়ে সৃষ্ট সংকটের সম্মানজনক সমাধান হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কাদের আরও বলেন, ‘আজকে সকালে ফোনে সাকিব আল হাসানের সাথে কথা হয়েছে আমার। ক্রিকেটারদের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক পরিবারের মতো। তাদের যেকোন সমস্যা হলে প্রধানমন্ত্রী তাদের পাশে আছেন।’

প্রসঙ্গত ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গত সোমবার হঠাৎ করে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। পরে আরও দুদফা দাবি যোগ করে তারা। অনেক নাটকীয়তার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিকাংশ দাবি মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করে ক্রিকেটাররা।

বিসিবিতে কোন পরিবর্তন আসছে কি না জানতে চাইলে কাদের বলেন, ‘পরিবর্তন হবে কি না প্রধানমন্ত্রী নিজেই জানেন। পরিবর্তন দরকার কি না সেটা সময়েই বলে দিবে। তবে পরিবর্তনের মতো কোন সংকট দেখছি না।’

ক্যাসিনো অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরও বিসিবির পরিচালক লোকমান হোসেন এখনও বোর্ডে কিভাবে থাকেন জানতে চাইলে তিনি বলেন, ‘তার বোর্ডে থাকার যৌক্তিকতা নেই। বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো।’

বিসিবি সভাপতি নাজমুল হাসানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, এমন প্রশ্নে কাদের বলেন, ‘তার নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। অর্থ কেলেঙ্কারি হয়েছে এমন কোন তথ্যও পায়নি।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments