বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeজাতীয়আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজর বাজার নিয়ন্ত্রনে আসবে: বাণিজ্যমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজর বাজার নিয়ন্ত্রনে আসবে: বাণিজ্যমন্ত্রী

জয়নাল আবেদীন: বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ বিদেশে আছেন। তারা বছরে দেশে ১৫ বিলিয় ডলার এদেশে পাঠায়। বিদেশে লোক প্রেরণের ক্ষেত্রে রংপুর বিভাগ অনেক পিছিয়ে আছে। সে জন্য সরকারী কর্মকর্তাদের আচরণ পরিবর্তন করতে হবে। সরকারী কর্মকর্তারা সহযোগীতা না করলে এ অঞ্চলের মানুষ এগিয়ে যেতে পারবে না। রংপুর বিভাগ থেকে বেশি করে লোক পাঠাতে হবে। বিমান বন্দরে পুলিশের হাতে তাদের নাজেহাল হতে হয়।এগুলো বন্ধ করতে হবে। রংপুর সবদিক থেকে পিছিয়ে আছে। রংপুকে এগিয়ে নিতে হলে কিছুটা ছাড় দিতে হবে। বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন । বাণিজ্য মন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজর বাজার নিয়ন্ত্রনে আসবে প্রতিদিন এক থেকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে মধ্যে আড়াই হাজার টন পেয়াজের একটি চালান দেশে এসেছে । আরো কয়েকটি চালান আসার অপেক্ষায় । তিনি বলেন, দেশে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। ভারত থেকে আমাদের আমদানী করতে হয় ৮ লাখ মেট্রিক টন। পেঁয়াজের সংকট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী ২-৩ বছরের মধ্যে আমরাও পেঁয়াজ রপ্তানী করতে পাবো বলে আশাবাদ ব্যাক্ত করেন। এসময় বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহামুদ, জেলা প্রশাসক আসিব আহসান বক্তব্য রাখেন । উল্লেখ্য বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্টানের আয়োজন করা হলেও অনেক সিনিয়র সাংবাদিক সহ সিংহভাগ সাংবাদিককে আমন্ত্রণ জানানোই হয়নি ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments