শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

সদরুল আইন: মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে ১৩৫তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আজ বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ইউএনডিপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৮৯ দেশের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ স্থান ধরে রেখেছে নরওয়ে। এরপরের অবস্থানে পর্যায়ক্রমে রয়েছে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, হংকং ও অস্ট্রেলিয়া।

রিপোর্টে দেখা যায়, মানব উন্নয়ন সূচকে সবচেয়ে নিচের অবস্থানে আছে নাইজার। দক্ষিণ এশিয়ার দেশ ভারত থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশ এগিয়ে আছে নেপাল ও পাকিস্তানের চেয়ে।

এসময়, উন্নয়নকে টেকসই আয় বৈষম্যসহ নানা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য কমাতে সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments