শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়মাহবুব তালুকদার পদত্যাগ করে কথা বললে সমীচীন হতো: তথ্যমন্ত্রী

মাহবুব তালুকদার পদত্যাগ করে কথা বললে সমীচীন হতো: তথ্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে আত্মপ্রবঞ্চনা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মাহবুব তালুকদার পদত্যাগ করে এ কথাগুলো বললে সমীচীন হতো।’
আজ বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য গতকাল শুনেছি। তিনি যা বলেছেন তা আত্মপ্রবঞ্চনা। ’
তিনি এর আগেও এ ধরনের কথাবার্তা বলেছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মূলত আলোচনায় থাকার জন্য তিনি এ ধরনের কথা বলেন। এতে নির্বাচন কমিশনের কাজে কোনো সমস্যা হবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন ব্যবস্থাপনায় সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া। শেখ হাসিনার দাবিতেই কিন্তু আজ ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।’
এ সময় বিএনপির কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সবসময় আন্দোলনের কথা বলে। এটি তাদের পুরোনো অভ্যাস, গৎবাঁধা। তাদের আন্দোলন করার শক্তি সম্পর্কে জনসাধারণের ধারণা আছে। খালেদা জিয়ার ২০১৫ সালের অবরোধ এখনো চলছে, ওটা কিন্তু তোলেনি।’
নির্বাচন কমিশন আইনত স্বাধীন, কিন্তু বাস্তবে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী বলে গতকাল বুধবার মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেন, ‘কেন নির্বাচন নিরপেক্ষ, শুদ্ধ ও গ্রহণযোগ্য হয় না-এ প্রশ্নের উত্তর আত্মজিজ্ঞাসার কারণেই আমাকে খুঁজতে হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, নির্বাচন কমিশন আইনত স্বাধীন, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দী। এজন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments