শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে!

আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে!

সদরুল আইন: গত মাসের মাঝামাঝি দেশজুড়ে বয়ে গেছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছিল সারা দেশের বেশ কয়েকটি জেলা।

সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪ দশমিক ৫ ডিগ্রিতে। এখন সেই শীতের দাপট নেই। তবে শিগগিরই আবার দাপুটে মেজাজ নিয়ে ফিরছে শীত।

এবারের শৈত্যপ্রবাহ হবে আরও ভয়াবহ, এমনটাই বলছে আবহাওয়া অফিস।

চলতি মাসেই দেশে পরপর ৩ টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রথমটি শুরু হয়েছে রোববার মধ্য রাত থেকে।

এসময় তাপমাত্রা কমতে শুরু করবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্র ঢাকায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি কুয়াশা পড়তে পারে।

দুটি তীব্র শৈত্যপ্রবাহ হবে এ মাসেই। সে সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments