মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় শিক্ষার্থীরা মাদক ও দুর্নীতিকে না বলে ফুল নিলো হাতে

চান্দিনায় শিক্ষার্থীরা মাদক ও দুর্নীতিকে না বলে ফুল নিলো হাতে

ওসমান গনি: ৫ জানুয়ারি রবিবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের অায়োজনে প্রাথমিক সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় জিপি ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও দুর্নীতিকে না বলে ফুল নিলাম হাতে তুলে স্লোগান দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার অাব্দুল অাওয়াল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ অাব্দুল হালিম, ধেরেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও সিনিয়র শিক্ষক তারিকুল ইসলাম তারেক, সংগঠনের চান্দিনা শাখার সভাপতি সৌরভ অাহমেদ মাক্সুদ, সাধারণ সম্পাদক ছাইফুল্লাহ মানছুর, বরুরা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, চান্দিনা শাখার নারী সম্পাদীকা অায়শা জাহান লীজা, প্রচার সম্পাদক মামুন, সমাজকল্যাণ সম্পাদক রাকিব, ক্রিড়া সম্পাদক সজীব, সিনিয়র সদস্য বোরহান উদ্দিন হৃদয়, ফজলে রাব্বি, সোহাগ, নিহাদ, মিনহাজ, সাহেদ, অাসমা অাক্তার, রাশেদ, সারমিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের বরুরা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।

বিদ্যালয়ের ৫ শত শিক্ষার্থী মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও দুর্নীতিকে না বলে শপথ নেন। শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কাওসার অালম সোহেল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments