শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়চাকরি বাঁচাতে পায়ে হেঁটে-অটোরিকশায় ঢাকা ফিরছে শত শত পোশাকশ্রমিক

চাকরি বাঁচাতে পায়ে হেঁটে-অটোরিকশায় ঢাকা ফিরছে শত শত পোশাকশ্রমিক

বাংলাদেশ প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু কিছু গার্মেন্টস খোলা থাকায় আবারও পায়ে হেঁটে, অটোরিকশা ও খোলা ট্রাকে করে ঢাকায় ফিরছে পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক দিয়ে গার্মেন্টস শ্রমিকদের এভাবে যেতে দেখা গেছে।

আজ সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, মির্জাপুরে দেখা গেছে মানুষের জটলা। জীবিকার তাগিদে তারা ছুটছে কর্মস্থলে।

গার্মেন্টস কর্মীরা জানান, অফিস থেকে তাদের জানানো হয়েছে গার্মেন্টস খোলা হয়েছে। তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে। তাই বাধ্য হয়ে এভাবে তারা যাচ্ছে। তবে মহাসড়কে যানবাহন না থাকায় অনেকেই পায়ে হেঁটে অটোরিকশায় গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments