শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়করোনার ঝুঁকি নিয়ে আজও ঢাকায় ফিরছেন পোশাকশ্রমিকরা

করোনার ঝুঁকি নিয়ে আজও ঢাকায় ফিরছেন পোশাকশ্রমিকরা

বাংলাদেশ প্রতিবেদক: সীমিত আকারে পোশাক কারখানা চালুর ঘোষণার পর থেকে কাজে যোগ দিতে প্রতিদিনই শ্রমিকরা কারখানায় ফিরতে শুরু করেছেন। চাকরি বাঁচাতে প্রাণ ঝুঁকি নিয়ে আজও ঢাকায়ফিরছেন পোশাক শ্রমিকরা।ফলে নৌ-রুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে।

আজ বুধবার সকালে কাঁঠালবাড়ি-শিমুলিয়া-পাটুরিয়া রুটে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। এর মধ্যে পোশাক শ্রমিকই সবচেয়ে বেশি। গণপরিবহণ বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে ফেরিঘাটে ভিড় জমায়। অনেককেই ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হতে দেখা গেছে।

শ্রমিকরা বলছেন, মালিকপক্ষ ও বিজিএমইএ’র মধ্যে সমন্বয়হীনতার কারণে নানা ধরনের হয়রানির স্বীকার হতে হচ্ছে তাদের। এছাড়া বাসাভাড়ার জন্য বাড়িওয়ালাদের চাপে বাধ্য হয়েই তাদের আসতে হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments