বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeজাতীয়কূটনৈতিক পাড়ায় ১৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

কূটনৈতিক পাড়ায় ১৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: কূটনৈতিক পাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ পুলিশ সদস্য। কোয়ারান্টিনে আছেন আরো ১২ জন। তাদের সবাইকে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গুলশান ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের ডিসি মো.আশরাফুল ইসলাম।

তিনি বলেন, আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়টায় আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারলে কখন দাঁড়াবো। তাই ঝুঁকির মধ্য দিয়েই কাজ করে যাচ্ছি। ভাইরাসটি তো দেখা যায় না, একজন আক্রান্ত হলে অনেকজন আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। তাই এতো জন আক্রান্ত হয়েছে। তাদেরকে আমরা পর্যাপ্ত চিকিৎসা এবং বিশ্রামে রেখেছি।

নিয়মিত তাদের খোঁজ রাখা হচ্ছে। সুবিধা অসুবিধা দেখা হচ্ছে। জানা যায়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবেল , বাবুর্চি ও দুইজন এএসআই রয়েছেন। সংশ্লিষ্টা বলছেন, পুলিশ সদস্যরা যে হারে করোনায় সংক্রমিত হচ্ছেন তা উদ্বেগজনক। সামনে মাঠ পর্যায়ে পুলিশকে করোনার আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। পেশাজীবীদের মধ্যে এখন পর্যন্ত একক হিসাবে চিকিৎসকদের পরেই পুলিশেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments