শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়দেশে ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

দেশে ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: করোনায় আক্রান্ত সংবাদকর্মীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত অন্তত ১০০ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিন সাংবাদিক।
এপ্রিলের শুরুর দিকে প্রথম একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের করোনা শনাক্ত হয়। এরপর ক্রমশ এ সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। ‘আমাদের গণমাধ্যম-আমাদের অধিকার’ শীর্ষক ফেসবুক গ্রুপের তথ্য অনুযায়ী, গতরাত পর্যন্ত একশ’ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। আক্রান্ত সাংবাদিকদের অনেকের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত।
সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন।

সাংবাদিকদের কয়েকটি সংগঠন সদস্যদের করোনা টেস্টের ব্যবস্থা করেছে। কিন্তু সার্বিকভাবে আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার বিশেষ কোনো ব্যবস্থা নেই। কয়েকজন সাংবাদিক যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন। এছাড়া, অন্যান্য পেশার যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা ঝুঁকিভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও সাংবাদিকরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সুবিধা পাননি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments