শনিবার, মে ১৮, ২০২৪
Homeজাতীয়দেশে একদিনে সর্বোচ্চ রেকর্ড ৩১৯০ জনের শরীরে করোনা শনাক্ত, আরও ৩৭ জনের...

দেশে একদিনে সর্বোচ্চ রেকর্ড ৩১৯০ জনের শরীরে করোনা শনাক্ত, আরও ৩৭ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন প্রাণ হারিয়েছেন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১২ জনে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ৩ হাজার ১৯০ জনের শরীরে।

আজ বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।

আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। চব্বিশ ঘণ্টায় ৫৬৩ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৯৯ জন।

দেশে এর আগে একদিনে করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছিল ৯ জুন, ৩ হাজার ১৭১ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থহার হার ২১.২৪ শতাংশ।

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments