বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়কিশোরগঞ্জে গিয়ে ছোট ভাইকে শেষ বিদায় জানাবেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে গিয়ে ছোট ভাইকে শেষ বিদায় জানাবেন রাষ্ট্রপতি

বাংলাদেশ প্রতিবেদক: করোনায় মারা যাওয়া ছোট ভাই আবদুল হাইয়ের দাফন সম্পন্ন করতে আজ রোববার (১৯ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷

এরই মধ্যে মিঠামইনে সব প্রস্তুতি শেষ হয়েছে শেষ বিদায়ের৷ স্বজন ও এলাকাবাসী বলছেন, সজ্জন আবদুল হাইয়ের মৃত্যু শুধু রিক্ত করেনি তাদের৷ মহামারীর এ আঘাতে হাওর জনপদে নেমে এসেছে শোকের ছায়া ৷

অনেকটা হঠাৎই অনাকাঙ্খিত ভাবেই যেন দুঃখের ভার পড়লো, রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিবারে৷ গেলো ১৬ জুলাই দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে মারা যান ছোট ভাই আবদুল হাই৷

প্রয়াত আবদুল হাই মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে কর্মরত ছিলেন৷ মহামারীর আাতঙ্কের মধ্যেও সব ছাপিয়ে স্নেহের ছোট ভাইকে শেষ বিদায় দিতে মরদেহ নিয়ে এ যাত্রায় মিঠামইনে আসছেন রাষ্ট্রপতি৷

বেলা আড়াইটায় মিঠামইনের আবদুল হক কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে আবদুল হাইয়ের৷ পরিবারের সদস্যদের জন্য আরেক দফা জানাজা শেষে তাঁকে দাফনের কথা রয়েছে৷

ব্যক্তিজীবনে চরম গুণী মানুষ ছিলেন রাষ্ট্রপতির অনুজ আবদুল হাই৷ তাঁর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজন-সহযোদ্ধারা৷

মিঠামইনের ধুলো মাখা পথে বেড়ে ওঠা আবদুল হাই বাবা-মায়ের কবরের পাশেই শায়িত হবেন৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments