বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়বিপদসীমার উপরে বইছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রের পানি

বিপদসীমার উপরে বইছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রের পানি

বাংলাদেশ প্রতিবেদক: বিপদসীমার উপরে বইছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখানদীর পানি। অবনতি হয়েছে জামালপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, মাদারীপুর, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি।

অপরিবর্তিত রয়েছে শরীয়তপুরে বন্যা পরিস্থিতি। তবে জামালপুরে আবারও বাড়ছে যমুনার পানি। এতে সরিষাবাড়ির শুয়াকৈর গ্রামে একটি ব্রিজ নদীতে বিলীন হওয়ায় চরাঞ্চলের ১৫ গ্রামের সাথে সদরের যোগাযোগ বিছিন্ন রয়েছে।

দেখা দিয়েছে পানিবাহিত রোগ। মাদারীপুরের শিবচরের সাতটি ইউনিয়নের আট হাজার পরিবার পানিবন্দী হয়ে অসহায় দিন কাটাচ্ছে। পদ্মার পানি বাড়ায় মুন্সীগঞ্জে বন্যার অবনতি হয়েছে।

বুধবার (২২শে জুলাই) থেকে শরীয়তপুরের সাথে সড়ক পথে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। মাদারীপুরে নদী ভাঙন তীব্র হচ্ছে।

এছাড়া বিশুদ্ধ পানি, খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্যের সংকটে মানবেতর দিন কাটছে দুর্গতদের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments