শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কারও যদি দোষত্রুটি পাওয়া যায়, কেউ যদি কর্তব্যে অবহেলা করে বা কারও দুরভিসন্ধি থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর পৌনে ২ টার দিকে হেলিকপ্টার যোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ‍তিনি। ক্যাম্প এক্সটেনশন-৪ এর হেলিপ্যাডে অবতরণের পর আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি র‌্যাবের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে পোশাক বিতরণ করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments