মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeজাতীয়করোনায় বিপর্যস্ত বিশ্বে মাথাপিছু আয়ে অনন্য নজির গড়েছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

করোনায় বিপর্যস্ত বিশ্বে মাথাপিছু আয়ে অনন্য নজির গড়েছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্বে অনন্য এক নজির গড়েছে বাংলাদেশ। মাত্র এক বছরেই ৯ শতাংশ বেড়ে দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ২২৭ ডলার। একনেক সভায় এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের খরচ ২ লাখ ২৫ হাজার ৩শ ২৪ কোটি টাকা। সভার সূচনা বক্তব্যে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়ে মহামারিতে যেন খাদ্য সংকট না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। সংকট মোকাবিলায় শুরু থেকেই কৃষি উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার কৌশল নিয়েই এগিয়েছে বাংলাদেশ। এরপরও প্রযুক্তিনির্ভর কৃষিখাত নিশ্চিতে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। এবার সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকেই এলো তাগিদ।

মঙ্গলবার (১৮ মে) রাজধানীর শেরে বাংলা নগরে -এনইসি ভবনে সভার শুরুতেই অব্যবহৃত সব জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বরাদ্দ বাড়াতে বলেন বহুমুখী গবেষণাতেও জানান পরিকল্পনামন্ত্রী।

সভায় পরিকল্পনামন্ত্রী জানান, মহামারির বছরেই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ২শ ৩ ডলার।

এসময় দেয়া হয় আসছে বাজেটের খসড়া রুপরেখাও। মন্ত্রণালয় জানায়, আগামী অর্থবছরে সর্বোচ্চ ৬১ হাজার ৬৩১ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। প্রকল্পের হিসেবে সর্বোচ্চ ১৮ হাজার ৪শ ২৬ কোটি টাকা বরাদ্দ রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। স্বাস্থ্যখাতে দেয়া হবে ১৭ হাজার ৩শ ৭ কোটি টাকা।

সভায় আগামী অর্থবছরে ১হাজার ৫শ ৩১টি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে এনইসি। বাজেট থেকে পদ্মা সেতুতে সাড়ে তিন হাজার কোটি টাকা, মেট্রোরেলে ৪ হাজার ৮শ কোটি টাকা আর পদ্মা রেল সেতুতে বরাদ্দ থাকবে ৩হাজার ৮শ ২৩ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী জানান, আসছে বাজেটে স্বাস্থ্যখাতে ১৭ হাজার ৩০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে খাতভিত্তিক বরাদ্দের পরিমাণ:

পরিবহন ও যোগাযোগ: ৬১ হাজার ৬৩১ কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি: ৪৫ হাজার ৮৬৮ কোটি টাকা।

গৃহায়ণ ও কমিউনিটি সেবা: ২৩ হাজার ৭শ ৪৭ কোটি টাকা।

শিক্ষা: ২৩ হাজার ১৭৮ কোটি টাকা।

স্বাস্থ্য: ১৭ হাজার ৩০৭ কোটি টাকা।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৪ হাজার ২৭৪ কোটি টাকা।

কৃষি: ৭ হাজার ৬৬৫ কোটি টাকা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments