শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeজাতীয়বিধিনিষেধ বাড়লো আরও ৫ দিন, ১১ আগস্ট থেকে খুলবে অফিস-আদালত-দোকানপাট, চলবে গণপরিবহন

বিধিনিষেধ বাড়লো আরও ৫ দিন, ১১ আগস্ট থেকে খুলবে অফিস-আদালত-দোকানপাট, চলবে গণপরিবহন

বাংলাদেশ প্রতিবেদক: করোনার সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে আগামী ১০ই আগস্ট পর্যন্ত করেছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে গণপরিবহন চালু, সরকারি-বেসরকারি অফিস-আদালত, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ১১ই আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।

তিনি বলেন, ১১ই আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে।

১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার পর ২৩শে জুলাই থেকে ৫ই আগস্ট মধ্য রাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments