বাংলাদেশ প্রতিবেদক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরও জানানো হয়, ৭০৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ এবং ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

Previous articleপরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, পরীমণি আটক
Next articleফের বাঘের থাবায় ক্ষতবিক্ষত অস্ট্রেলিয়া
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।