বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়শুক্রবার দেড় ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শুক্রবার দেড় ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

বাংলাদেশ প্রতিবেদক: আগামী শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মহাসড়কে চট্টগ্রামের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাটে স্টিল ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

সোমবার (১৪ মার্চ) সড়ক ও জনপথ অধিদফতরের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর কাছে ফকিরহাট বাজার নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলছে। ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য আগামী ১৮ মার্চ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে ঢাকা-চট্টগ্রামে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড এবং বায়েজিদ লিংক রোড ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments