শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়নতুন আইন বাস্তবায়নের সময় কিছু অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়: আইনমন্ত্রী

নতুন আইন বাস্তবায়নের সময় কিছু অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মাধ্যমে যেকোনো অপব্যবহার বন্ধে সরকার সজাগ রয়েছে। প্রতিটি দেশে যেকোনো নতুন আইন বাস্তবায়নের সময় কিছু অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

তিনি বলেন, যখন অপব্যবহার হয় তখন আইন সংশোধনের বিষয়টি আসে।

আইনমন্ত্রী আরো বলেন, কোনো সংশোধনীর প্রয়োজন হলে আমরা তা করব।

তিনি অবশ্য বলেছেন, কোনো আইনে সংশোধন আনা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সরকার প্রক্রিয়াটিকে সংক্ষিপ্ত করতে পারে।

শনিবার (২২ অক্টোবর) এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের এডিটর-ইন-চিফ মোজাম্মেল বাবুর পরিচালনায় ডিএসএ-তে এক আলোচনায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী হক বলেন, ডিএসএ নিয়ে একটা ধারণা তৈরি হয়েছে এবং সরকার এ বিষয়ে সচেতন।

তিনি বলেন, সরকার সবার কথা শুনছে এবং সমস্যা সমাধানের চেষ্টা করছে।

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আলোচনা সভায় মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আর্টিকেল-১৯-এর দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, চলচ্চিত্র নির্মাতা কমর আহমেদ সাইমন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ বক্তব্য দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments